
লক্ষ্মী বন্দনা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উর লক্ষ্মী কর দয়া।
বিষ্ণুর ঘরণী : ব্রহ্মার জননী : কমলা কমলালয়া।।
সনাল কমল : সনাল উৎপল : দুখানি করে শোভিত।
কমল আসন : কমল ভূষণ : কমলমাল ললিত।।
কমলচরণ : কমলবদন : কমলনাভি গভীর।
কমলদুকর : কমলঅধর : কমলময় শরীর।।
কমলকোরক : কদম্বনিন্দুক : সুধার কলস কুচ।
করিঅরিমাঝে : জিনি কবিরাজে : কুম্ভযুগ চারু উচ।।
সুধাময় হাস : সুধাময় ভাষ : দৃষ্টিতে সুধা প্রকাশ।