নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়

রবীন্দ্রনাথ ঠাকুর

নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়;

হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়,

“তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা।

কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা,

কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে

ভুলাস এ সংসারের সহস্র অলসে।’

দিয়েছি উত্তর তাঁরে, “ওগো পক্ককেশ,

আমার বীণায় বাজে তাঁহারি আদেশ।

যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায়

ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায়

দিয়েছেন তারি...

Loading...