
বিদ্ধি ভক্ষণ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এমন মেল্লানীভার দিল আই বুড়ী।
জামাইর সিদ্ধির নকুলে গেল উড়ি।
আমরা নকুল করি এমন কি আছে।
তুমি আজ্ঞা দিলে যাই মেনকার কাছে।
হাসিয়া কহেন দেবী অরে বাছা সব।
তোমা সবাকার কেবা সহে উপদ্রব।
আই বলি যাহ যদি মোর মার ঠাই।
যে কুঝি তাঁহার চালে খড় রবে নাই।
তোমরা আমার মায়ে কি দোষ পাইলে।
ফুরাইবে নাহি দ্রব্য বৎসর খাইলে।
কে বলে মেলানীভারে নাহি আয়োজন।