চাঁদমুকুর

চাঁদমুকুর

কাজী নজরুল ইসলাম

চাঁদমুকুর

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

চাঁদ হেরিতেছে চাঁদমুখ তার সরসীর আরশিতে।

ছুটে তরঙ্গ বাসনাভঙ্গ সে অঙ্গ পরশিতে।

হেরিছে রজনি রজনি জাগিয়া

চকোর উতলা চাঁদের লাগিয়া,

কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া

কুমুদীরে কাঁদাইতে।


না জানি সজনি কত সে রজনি কেঁদেছে চকোরী পাপিয়া,

হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়াতরু কাঁপিয়া।

কেঁদেছে আকাশে চাঁদের ঘরনি

চির-বিরহিণী রোহিণী ভরণী,

অবশ ...

Loading...