গানের গুঁতো

গানের গুঁতো

সুকুমার রায়

গানের গুঁতো

Books Pointer Iconসুকুমার রায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনমেঘ বালিকা১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা

আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা!

গাইছে ছেড়ে প্রানের মায়া ,গাইছে তেড়ে প্রানপন,

ছুটছে লোকে চার দিকেতে ঘুরছে মাথা ভন্ ভন্।


মরছে কত জখম হয়ে করছে কত ছট্ফট্-

বলছে হেঁকে “প্রানটা গেল গানটা থামাও ঝট্ পট্ “।

বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত ।

ভীষ্মলোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃক্পাত।


Loading...