খ্যাতি আছে সুন্দরী বলে তার

খ্যাতি আছে সুন্দরী বলে তার

রবীন্দ্রনাথ ঠাকুর

খ্যাতি আছে সুন্দরী বলে তার

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


খ্যাতি আছে সুন্দরী বলে তার,

ত্রুটি ঘটে নুন দিতে ঝোলে তার;

চিনি কম পড়ে বটে পায়সে

স্বামী তবু চোখ বুজে খায় সে–

যা পায় তাহাই মুখে তোলে তার,

দোষ দিতে মুখ নাহি খোলে তার।

Loading...