
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন

জীবনানন্দ দাশ
| জীবনানন্দ দাশ | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কৃষ্ণ যজুর্বেদ যারা রচেছিল একদিন
আর যারা পিরামিড সৃষ্টি করেছিল—
দিকে দিকে যারা মরুভূর বাদামি বালির পরে খরশান
ক্যাম্প গড়ে—
অবশেষে জন্ম, মৃত্যু, মৈথুনের খতিয়ানে তৃপ্ত হয়েছিল
আর যারা নব নব জাতকের নক্ষত্রের তরে
যাত্রা করেছিল সব একদিন ম্যাজিদের মতো
বিষুবের অগ্নি থেকে জ্যোৎস্নাবিখণ্ডিত বরফের আভার উদ্দেশে
আজ তারা সব ঢের দূরে।
...