এক পয়সার বাঁশী

এক পয়সার বাঁশী

জসীম উদ্দীন

এক পয়সার বাঁশী

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনমিতা সাহা২০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

গল্পবুড়ো, তোমার যদি পেটটি ভরে

রূপকথা সব গিজ গিজ গিজ করে,

আর যদি না চলতে পার, শোলক এবং

হাসির, ছড়ার, পড়ার কথার ভরে;

যদি তোমার ইলি মিলি কিলি কথা

খালি খালি ছড়িয়ে যেতে চায় সে পথের ধারে,

তবে তুমি এখানটিতে দাঁড়িয়ে গিয়ে

ডাক দিও ভাই- ডাক দিও ভাই! মোদের পূর্নিমারে।


যদি তোমার মিষ্টি মুখের মিষ্টি কথা

আদর হয়ে ছড়িয়ে যেতে চায় যে পথের ...

Loading...