ইন্দ্র পতন

ইন্দ্র পতন

কাজী নজরুল ইসলাম

ইন্দ্র পতন

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তখনও অস্ত যায়নি সূর্য, সহসা হইল শুরু

অম্বরে ঘন ডম্বরু-ধ্বনি গুরুগুরুগুরু গুরু।

আকাশে আকাশে বাজিছে এ কোন্ ইন্দ্রের আগমনি?

শুনি, অম্বুদ-কম্বু-নিনাদে ঘন বৃংহিত-ধ্বনি।

বাজে চিক্কুর-হ্রেষা-হর্ষণ মেঘ-মন্দুরা-মাঝে,

সাজিল প্রথম আষাঢ় আজিকে প্রলংকর সাজে!


ঘনায় অশ্রু-বাষ্প-কুহেলি ঈশান-দিগঙ্গনে,

স্তব্ধ-বেদনা দিগ্‌বালিকারা কী যেন কাঁদনি শোনে!

কাঁদ...

Loading...