নও কাবা

নও কাবা

কাজী নজরুল ইসলাম

নও কাবা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

হিয়ায় মিলিল হিয়া,

নদীস্রোত হল খরতর আরও পেয়ে উপনদী-প্রিয়া।

স্রোতোবেগে আর রুধিতে পারে না, ছুটে অসীমের পানে,

ভরে দুই কূল অসীম-পিয়াসি কুলু কুলু কুলু গানে।

কোথা সে সাগর কত দূর পথ, কোন দিকে হবে যেতে,

জানে না কিছুই, তবু ছুটে যায় অজানার দিশা পেতে।

কত মরু-পথ গিরি-পর্বত মাঝে কত দরি বন,

বাধা নিষেধের সব ব্যবধান লঙ্ঘিয়া অনুখন

তবু ছুটে চলে, শুনিয়াছে সে যে দূ...

Loading...