আমি চলে যেতে পারি

আমি চলে যেতে পারি

শক্তি চট্টোপাধ্যায়

আমি চলে যেতে পারি

Books Pointer Iconশক্তি চট্টোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঐশী বিশ্বাস২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দুঃখকে তোমার

দুঃখকে তোমার কোনো ভয় নেই, সেও ভালোবাসে

ভালোবাসা থেকে তুমি ভয় পাও? সুখ থেকে পাও?

উল্লেখযোগ্যতা যদি নিয়ে যায় সমুদ্রের তীরে–

সেখানে তোমার ভয় আছে নাকি? আনন্দও আছে?

তীরে সারবন্দী গাছ, সেখানে ভূমিষ্ঠ ছায়াতলে

যদি তুমি একবার গিয়ে বসো পাথরের মতো

তবেও তোমার ভয়? ভয় সবখানে!

তোমার অবোধ ভয় থেকে আমি পাই অন্য মানে।

দুঃখকে তোম...