আমার এ ভয় অন্যরকম

আমার এ ভয় অন্যরকম

মহাদেব সাহা

আমার এ ভয় অন্যরকম

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমরা সবাই ভয় পাও এই বাইরে যেতে

দুয়ার খুলে বাইরে যেতে

পথ পেরোতে

গাড়ির ভিড়ে বড়ো রাস্তা পার হতে যেই পা বাড়ালে

ভয় পাও এই আগুন দেখে

বারুদ দেখে

দোজখ দেখে ভীষণ রকম গজব দেখে খোদাতালার

তোমরা সবাই ভয় পাও এই দাঙ্গা দেখে

মড়ক লাগলে মহামারী এমনি কিছুর

ভয় পাও ঠিক রাত-বিরেতে অন্ধকারে

যাকে তাকে দেখলে হঠাৎ

হয় পাও এই সাপের বাঘের

<...
Loading...