আমার পাচকবর গদাধর মিশ্র

আমার পাচকবর গদাধর মিশ্র

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পাচকবর গদাধর মিশ্র

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার পাচকবর গদাধর মিশ্র,

তারি ঘরে দেখি মোর কুন্তলবৃষ্য।

কহিনু তাহারে ডেকে,–

“এ শিশিটা এনেছে কে,

শোভন করিতে চাও হেঁশেলের দৃশ্য?’


সে কহিল, “বরিষার

এই ঋতু; সরিষার

কহে, “কাঠমুণ্ডার

নেপালের গুণ্ডার

এই তেলে কেটে যায় জঠরের গ্রীষ্ম।

লোকমুখে শুনেছি তো, রাজা-গোলকুণ্ডার

এই সাত্ত্বিক তেলে পূজার হবিষ্য।

আমি আর ত...

Loading...