আধোজাগা

আধোজাগা

রবীন্দ্রনাথ ঠাকুর

আধোজাগা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


রাত্রে কখন মনে হল যেন

ঘা দিলে আমার দ্বারে,

জানি নাই আমি জানি নাই, তুমি

স্বপ্নের পরপারে।

অচেতন মন-মাঝে

নিবিড় গহনে ঝিমিঝিমি ধ্বনি বাজে,

কাঁপিছে তখন বেণুবনবায়ু

ঝিল্লির ঝংকারে।

জাগি নাই আমি জাগি নাই গো,

আধোজাগরণ বহিছে তখন

মৃদুমন্থরধারে।

Loading...