আজীবন একই চিঠি

আজীবন একই চিঠি

মহাদেব সাহা

আজীবন একই চিঠি

Books Pointer Iconমহাদেব সাহা
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

নখরে জ্বালিয়ে রাখি লক্ষ্যের দীপ্র ধনুক

যেন এক শব্দের নিষাদ এই নির্মল নিসর্গে বসে কাঁদি, তবু

সেই নির্মম শব্দাবলী ছিঁড়ে আনতে পারি না বলে

সুতীক্ষ্ণ অনুযোগ হতে অব্যাহতি দিন; এই

শোকের শহরে আমি যার কাছে চাই ফুল, কিছু মনোরম

শোভা, যেসবের বিসতৃত বর্ণনা আমি আপনাকে লিখতে পারি, সে

আমার হাতে শুধু তুলে দেয় দুঃখের বিভিন্ন টিকিট।


আমি চাই প্রত্যহ আপনাকে লি...

Loading...