
মেঘনাদবধ কাব্য

মাইকেল মধুসূদন দত্ত
| মাইকেল মধুসূদন দত্ত | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনমৌ বর্মণ২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
কোন্ বীরবরে বরি সেনাপতি-পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিৎ মেঘনাদে — অজেয় জগতে —
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?
বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে...