
পাঁচ মহানায়কের গোপন জীবন

রঞ্জন বন্দ্যোপাধ্যায়
| রঞ্জন বন্দ্যোপাধ্যায় | |
| ছোট গল্প |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক২৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সেইসব পাঠক—পাঠিকার হাতে যাঁরা আমার সঙ্গে আছেন এতদিন। যাঁরা ভালোবেসে পড়েন আমার লেখা। যাঁদের সমালোচনাতেও মিশে থাকে বৈদগ্ধ্য, শীলন, সহিষ্ণুতা, সংবেদ। আর যাঁরা আমারই মতন আগ্রহী চাঁদের উল্টো পিঠের প্রতি।
প্রাককথা
উনিশ শতকের বঙ্গ—নবজাগরণের পাঁচ বাঙালি মহানায়ক এই বইটির বিষয়। এঁদের জীবনের অনেকটাই জানি। আবার কিছুটা জানি না। জানতে চাই না। বা জেনেও ...