
অসহ্য ভালবাসা

রবীন্দ্রনাথ ঠাকুর
বুঝেছি গো বুঝেছি সজনি ,
কী ভাব তোমার মনে জাগে ,
বুক - ফাটা প্রাণ - ফাটা মোর ভালোবাসা
এত বুঝি ভালো নাহি লাগে ।
এত ভালোবাসা বুঝি পার না সহিতে ,
এত বুঝি পার না বহিতে ।
যখনি গো নেহারি তোমায় --
মুখ দিয়া আঁখি দিয়া বাহিরিতে চায় হিয়া ,
শিরার শৃঙ্খলগুলি ছিঁড়িয়া ফ...