
শীতের সিন্ধু

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২০ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভুলি নাই পুনঃ তাই আসিয়াছি ফিরে
ওগো বন্ধু, ওগো প্রিয়, তব সেই তীরে!
কূল-হারা কূলে তব নিমেষের লাগি
খেলিতে আসিয়া হায় যে কবি বিবাগি
সকলই হারায়ে গেল তব বালুচরে, –
ঝিনুক কুড়াতে এসে – গেল আঁখি ভরে
তব লোনা জল লয়ে, –তব স্রোত-টানে
ভাসিয়া যে গেল দূর নিরুদ্দেশে পানে!
ফিরে সে এসেছে আজ বহু বর্ষ পরে,
চিনিতে পার কি বন্ধু, মনে তারে পড়ে?
বর...