অরণ্য তুমি

অরণ্য তুমি

তসলিমা নাসরিন

অরণ্য তুমি

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৭ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

১.

চোখের সামনে দাঁড়িয়ে আছো তুমি, অরণ্য,

আমি জগত দেখতে পাচ্ছি না।

অন্ধকার ছুঁড়ে ছুঁড়ে ইন্দ্রিয়গুলো বুজিয়ে দিয়েছো,

কাউকে শুনতে পাচ্ছি না, নিজের আর্তস্বরও নয়।

কেবল তোমাকে শুনছি,

তোমার মিথ্যে,

তোমার ছল-কৌশল,

তোমার ফণা, প্রতারণা।


তুমি আমাকে গ্রাস করছো,

গ্রহণ লেগেছে গায়ে, হৃদয়ে ঢুকে গেছে রক্তচোষা জোঁক,

রো...

Loading...