অন্ধকার গর্তে থাকে অন্ধ সরীসৃপ

অন্ধকার গর্তে থাকে অন্ধ সরীসৃপ

রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকার গর্তে থাকে অন্ধ সরীসৃপ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অন্ধকার গর্তে থাকে অন্ধ সরীসৃপ;

আপনার ললাটের রতনপ্রদীপ

নাহি জানে, নাহি জানে সূর্যালোকলেশ।

তেমনি আঁধারে আছে এই অন্ধ দেশ

হে দণ্ডবিধাতা রাজা– যে দীপ্ত রতন

পরায়ে দিয়েছ ভালে তাহার যতন

নাহি জানে, নাহি জানে তোমার আলোক।

নিত্য বহে আপনার অস্তিত্বের শোক,

জনমের গ্লানি। তব আদর্শ মহান

আপনার পরিমাপে করি খান-খান

রেখেছে ধূলিতে। প্রভু, হের...

Loading...