
সূর্যোদয়

আশাপূর্ণা দেবী
প্রস্তুতি চলছে অনেকক্ষণ থেকে।
আশ্চর্যসুন্দর মহান আবির্ভাবের প্রস্তুতি।
সারা পূব আকাশ জুড়ে সেই প্রস্তুতির সমারোহ।
শিল্পী বসেছেন রং—তুলি নিয়ে, চলছে তুলির টান একটার পর একটা। সেই টানে ফুটে ফুটে উঠছে—কী লাবণ্য, কী সুষমা!—রং একটাই, কিন্তু একটা রং থেকেই যে বর্ণ—বৈচিত্র্যের কত কারিগরি সম্ভব, এ যেন তারই নমুনার আসর।
তাকিয়ে থাকতে থাকতে ঘোর লাগে, চমক লাগে...