সারেং বৌ

সারেং বৌ

শহীদুল্লা কায়সার

সারেং বৌ

Books Pointer Iconশহীদুল্লা কায়সার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনকাব্য রচিত১৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

থই থই পানি। নদীর পানি। সাগরের পানি।


চারদিকে পানি। মাঝখানে ডাঙা। তবু একে দ্বীপ বলে না কেউ। বলে গ্রাম। কেননা এটা পানিরই দেশ।


গ্রামটাকে বলে বামনছাড়ি। নদীটাকে বলে কয়াল।


বামনছাড়ি যেমন গ্রাম হয়েও গ্রাম নয়, জলঘেরা ভূখণ্ড, তেমন কয়ালও মামুলি নদী নয়। কয়াল সমুদ্র মোহনার উন্মত্ত জলোচ্ছ্বাস। কয়ালের পাড়ে দাঁড়িয়ে দেখা যায় সমুদ্র, কখনোবা ঝিকিমি...