
সরি রং নাম্বার

অনীশ দেব
মিমোর শর্টস-এর পকেটে রাখা মোবাইল ফোনটা হঠাৎই বাজতে শুরু করল৷ চিনিং করতে-করতে থেমে গেল মিমো৷ মাথার ওপরের রডটা ছেড়ে দিয়ে লাফিয়ে নেমে পড়ল মেঝেতে৷ জিমের ফ্লোরে ভালকানাইজড রাবারের ফ্লোর ম্যাট, তার ওপরে সবুজ রঙের জুট কার্পেট৷ তাই কোনও শব্দ হল না৷
নিশ্চয়ই মা ফোন করেছে৷ পকেট থেকে মোবাইল ফোনটা বের করতে-করতে ভাবল মিমো৷ কারণ, ওর মা একটুতেই উতলা হ...