সংশপ্তক

সংশপ্তক

শহীদুল্লা কায়সার

সংশপ্তক

Books Pointer Iconশহীদুল্লা কায়সার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্ব ০১.

হারামজাদী ছিনাল।

বজ্জাত মাগী।

খানকী বেইশ্যা।

মিঞাবাড়ির কাচারির সুমুখে লম্বালম্বি মাঠ। মাঠের পর মসজিদ। সে মসজিদের সুমুখে বসেছে বাদ জুমা মজলিস। খানিক দূরে দাঁড়ান ঘোমটা ছাড়া একটি মেয়ে। গালিগুলো ওরই উদ্দেশে।

এই কসবী হারামজাদী! ঘোমটা দে। ধমকে উঠে ফেলু মিঞা। ফেলু মিঞা শুধু মিঞার বেটা মিঞা নয়, গাঁও মজলিসের কর্তা। তার ধমকে কেঁপে ওঠে মজলিস।


Loading...