
মধুরেণ

ইন্দ্রনীল সান্যাল
“সেটা ছিল ২০০৪ সাল। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড যাওয়ার মাঝে কলকাতায় একটা স্টপওভার নিয়েছিলাম…” ইংরিজিতে বলছে অ্যাঙ্গাস ডিনুন, “হিমালয়ে এক সপ্তাহ কাটানোর প্ল্যান ছিল। দমদম এয়ারপোর্টের কাছে একটা হোটেলে উঠেছিলাম। সেটা ছিল তোমাদের পুজোর শেষ দিন, আই মিন শেষ রাত। কী যেন বলে? সপ্তমী, অষ্টমী, নষ্টামি, দুষ্টামি…”
“অ্যাঙ্গাস, এটা ইংরিজি প্...