মঙ্গলগ্রহে ঘনাদা

মঙ্গলগ্রহে ঘনাদা

প্রেমেন্দ্র মিত্র

মঙ্গলগ্রহে ঘনাদা

Books Pointer Iconপ্রেমেন্দ্র মিত্র
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৬ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১. বাহাত্তর নম্বরের একেবারে চক্ষুস্থির

বাহাত্তর নম্বরের একেবারে চক্ষুস্থির।

হ্যাঁ, চক্ষুস্থির ছাড়া আর কী বলে অবস্থাটা বোঝাব?


বাহাত্তর নম্বর মানে তো তিনি, ওই নম্বরের বনমালি নস্কর লেনের একটি বেশ বয়স্ক বাড়ির তেতলার টঙের ঘরে যিনি বেশ কিছুকাল বিরাজ করছেন।


আসল তিনি, আর ফাউ হিসেবে আমরা কজন।


তা সেই তেতলার টঙের ঘরে তিনি,...

Loading...