
পুতুল নাচের ইতিকথা

মানিক বন্দ্যোপাধ্যায়
| মানিক বন্দ্যোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনপাঠক লাইব্রেরি২৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১
খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুঁড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন।
হারুর মাথায় কাঁচা-পাকা চুল আর বসন্তের দাগভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মূক অবচেতনার সঙ্গে একান্ন বছরের আত্মমমতায় গড়িয়া তোলা জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গ...