
পাথরের চোখ

হরিনারায়ণ চট্টোপাধ্যায়
| হরিনারায়ণ চট্টোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
।। এক।।
বৈশালী ব্যানার্জি কৌচে আধশোয়া অবস্থায়। হাতে একটা পত্রিকা। পত্রিকাটি খুব যে তার মনোযোগ আকর্ষণে সক্ষম হচ্ছে এমন মনে হল না, কারণ বৈশালী মাঝে মাঝে চোখ তুলে বন্ধ জানলার দিকে দেখছে। বাইরের বিদ্যুৎ দীপ্তিতে কাচগুলো আলোকিত হয়ে উঠছে।
বৃষ্টি নেই, শুধু উত্তাল বাতাস, মেঘের গর্জন আর নীল বিদ্যুতের ঝিলিক।
তবু মন্দের ভালো। টানা এক সপ্তাহ ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। এক ফোঁটা জলের জন...