দুই নায়িকা

দুই নায়িকা

আশাপূর্ণা দেবী

দুই নায়িকা

Books Pointer Iconআশাপূর্ণা দেবী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

১. খবরটা এনেছিল মাধব

খবরটা এনেছিল মাধব ঘোষের বিধবা শালীর সেই আধাহাবা ছেলেটা। যে ছেলেটাকে আর যে শালীকে নিয়েই মাধব ঘোষের সংসার।

বাড়িওলার আদরের পুষ্যি, তবু ছেলেটাকে কেউ মানুষের দরে গণ্য করে না। আর বাইরে থেকে এক একটা খবরের ঢেউ বয়ে এনে হাঁফানোলাফানোই তো কাজ তার! কে শুনবে সে খবর? মাধব ঘোষের বাসার ভাড়াটের মধ্যে কারই বা এত সময় আছে যে গালগল্প করবে বসে?

তাই সে যখন হাঁফিয়ে তোলাম...

Loading...