
তোমারই জন্য

কাসেম বিন আবুবাকার
০১.
তানভীর সাহেব বেলা দুটোর সময় একটা ভালো হোটেলের রুম ভাড়া করলেন। তারপর মেয়েকে ফোন করে সেকথা জানিয়ে জিজ্ঞেস করলেন, এর মধ্যে শফি ফোন করেছিল?
ডালিয়া বলল, ঘণ্টাখানেক আগে করেছিল। বলল, চারটের সময় ঢাকা পৌঁছে যাবে। বাস থেকে নেমে আবার ফোন করবে বলেছে।
তানভীর সাহেব বললেন, আমি সাড়ে চারটে থেকে রিসেপশনে থাকব। শফি ফোন করলে তাকে হোটেলের নাম ঠিকানা দিয়ে আসতে বলে তুইও আসবি। তারপর লা...