তোমারই জন্য

তোমারই জন্য

কাসেম বিন আবুবাকার

তোমারই জন্য

Books Pointer Iconকাসেম বিন আবুবাকার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

তানভীর সাহেব বেলা দুটোর সময় একটা ভালো হোটেলের রুম ভাড়া করলেন। তারপর মেয়েকে ফোন করে সেকথা জানিয়ে জিজ্ঞেস করলেন, এর মধ্যে শফি ফোন করেছিল?

ডালিয়া বলল, ঘণ্টাখানেক আগে করেছিল। বলল, চারটের সময় ঢাকা পৌঁছে যাবে। বাস থেকে নেমে আবার ফোন করবে বলেছে।

তানভীর সাহেব বললেন, আমি সাড়ে চারটে থেকে রিসেপশনে থাকব। শফি ফোন করলে তাকে হোটেলের নাম ঠিকানা দিয়ে আসতে বলে তুইও আসবি। তারপর লা...

Loading...