জানি তুমি আসবে

জানি তুমি আসবে

কাসেম বিন আবুবাকার

জানি তুমি আসবে

Books Pointer Iconকাসেম বিন আবুবাকার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্ব ১

শফি বন্ধু রবিউলের সঙ্গে পাকা সড়ক দিয়ে যেতে যেতে দেখতে পেল, লাঠি হাতে এক বৃদ্ধ অন্ধ ভিক্ষুক বলছে, কে আছ বাবা আমাকে রাস্তাটা পার করে দাও।

শফির দৃষ্টি অনুসরণ করে রবিউল বলল, দাঁড়া হাসান, চাচাকে রাস্তাটা পার করে দিয়ে আসি।

শফি বলল ওনাকে চিনিস না কি?

রবিউল বলল, হ্যাঁ, চিনি। আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় ঘর।

ওনার কোনো ছেলেমেয়ে নেই?


ছেলে নেই,...

Loading...