
ডিভোর্স ইত্যাদি
অভীক দত্ত
১)
ভাই প্রিয়,
চিঠিটা প্রিয় প্রিয় দিয়েও শুরু করা যেত, কিন্তু বিশ্বাস কর, বিয়ের পাঁচ বছর পরে আর তোমাকে প্রিয় বলতে পারছি না। শেষ কবে আমরা আদর করেছি, আমার নিজেরও মনে নেই। অফিস থেকে ফিরে মদ গিলে তুমি যখন তোমার ভুঁড়িটা বাগিয়ে শুয়ে থাকো, বিশ্বাস কর, তোমার পেছনে কষিয়ে লাথি মারার ইচ্ছা প্রতিদিন সংবরণ করি।
তোমার অফিস, তোমার খরুস মা (ঢেপসি খায় শুধু পেপসি), তোমরা ঢ্যামনা ঠর...