
জীবন কাহিনি
শক্তিপদ রাজগুরু
ঝকমারি আর কাকে বলে!
জীবনবাবুর কালঘাম ছুটে গেছে জীবন-জোড়া এই ঝকমারির ধাক্কা সামলাতে। নুন আনতে পান্তা ফুরোয়, নুন আর পান্তা কখনো একসঙ্গে জোটে না।
এই তার প্রতিদিনকার ব্যাপার।
রাগ করে মেয়ে বাসন্তীর উপরই। ধমকে ওঠে,
—কি করিস এত পয়সা? সেদিন তো দিলাম পাঁচ টাকা।
বাসন্তী কথা বলে না, বাবার দিকে চুপ করে একবার তাকাল ডাগর দু’চোখ মেলে। জ...