
কাশ্মীর সুন্দরী

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনমৌসুমী দাস২০ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০২৩
পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ ও অলংকরণ – রঞ্জন দত্ত
.রাখী মুখোপাধ্যায়
সুজনেষু
.
ভূমিকা
নীল আকাশের বুকে দাঁড়িয়ে থাকা শুভ্র কিরীটশোভিত পর্বতমালা যেনপরম যত্নে সৃষ্টির আদিকাল থেকে আগলে রেখেছে এই স্থানকে। কিছুটা বিচ্ছিন্নও করে রেখেছে এ-ভূখণ্ডের অন্য অংশের থেকে। অনেকটা যেন সুন্দরী নারীকে আড়াল ক...