
একি কাণ্ড

হুমায়ূন আহমেদ
পর্বঃ ০১
টুকুনের কথা কেউ বিশ্বাস করে না।
টুকুন কিছু বলতে গেলেই তাঁর মা চোখ বড় বড় করে বলেন, আবার? আবার? চুপ কর বললাম। কিছু শুনতে চাচ্ছি না।
টুকুন করুণ গলায় বলে, শুনতে চাচ্ছনা কেন মা?
টুকুনের মা বিরক্ত গলায় বলেন, তোমার বানানো গল্প শুনে কান ঝালাপালা হয়েছে। এই জন্যেই শুনতে চাচ্ছি না।
টুকুনের বাবা এতটা নির্দয় নন। তিনি গম্ভীর মুখে কিছ...