এক নায়িকার উপাখ্যান

এক নায়িকার উপাখ্যান

চিত্তরঞ্জন মাইতি

এক নায়িকার উপাখ্যান

Books Pointer Iconচিত্তরঞ্জন মাইতি
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনকিতাব ভান্ডার১৫ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সন্ধের আগে আগে আজ বাড়ি ফিরে এল রণিতা। তার বয়স সবে সাতাশ পেরিয়েছে। ইস্পাতের ফলার মতো মেদশূন্য, ঝকঝকে চেহারা। ধারাল, লম্বাটে মুখ। চিবুকের দৃঢ়তা, বড় বড় চোখের গভীর, উজ্জ্বল দৃষ্টি এবং কাঁধ পর্যন্ত ছাঁটা উড়ন্ত বাদামি চুল তার মধ্যে এনে দিয়েছে দারুণ এক ব্যক্তিত্ব। তাকে বাঙালি তো নয়ই, কেমন যেন অভারতীয় মনে হয়। পুরনো উপমা দিয়ে বলা যায়, রণিতার গায়ের রং একদা ছিল স্বর্ণাভ আশ্বিনের রৌদ্রঝলকে...

Loading...