
আড়াল উপাখ্যান
অভীক দত্ত
ডুয়ার্সকে
।। ভূমিকা।।
সুপ্রিয়দার ফ্ল্যাটটা বিরাট বড়। অতীনের এত বড় ফ্ল্যাটে থাকা অভ্যাস নেই। এরকম ফ্ল্যাট বড় লোকদের হয়। বড় লোকেরা ফ্ল্যাটে চুরি হবার ভয়ে বাড়িতে লোক রেখে যায়। অতীন হল সেই লোক। দিনে বুড়োদার দোকানে কাজ করে, রাতে কোন না কোন বড়লোকদের বাড়িতে ঘুমোয়। বস্তিতে থাকার চেয়ে এরকম বড়লোকদের বাড়িতে থাকাই তার বেশি পছন্দের। সমস্যা হল, এদের বাড়িতে কি...