আকাশ দস্যু

আকাশ দস্যু

সুনীল গঙ্গোপাধ্যায়

আকাশ দস্যু

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনমেঘ বালিকা২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

চরে একটুকরো গাঢ় নীল রঙের মেঘ দেখে নী আনন্দে চেঁচিয়ে উঠল। হাততালি দিয়ে বলতে লাগল, ওই দ্যাখো, ওই দ্যাখো, সত্যিকারের মেঘ! আমি কিন্তু আগে

দেখেছি! ওই মেঘটা আমার!

রা বসে আছে কপিটে। মেঘটা সেও দেখেছে। রা সেদিকেই তাকিয়ে ছিল। গত চার-পাঁচ দিন কোনও মেঘের চিহ্নই দেখা যায়নি। এই নীল রঙের মেঘটা কোথা থেকে এল কে জানে।

নী জিগ্যেস করল, রা-দি, আমি কি এই মেঘটায় স্নান করতে পারি? বড্ড ইচ্ছে ...

Loading...