অ্যালগি

অ্যালগি

বুদ্ধদেব গুহ

অ্যালগি

Books Pointer Iconবুদ্ধদেব গুহ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবিথি শর্মা২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

তামারহাটে জল কতদূর উঠল রে ছাইন্যা? কুমুদিনী জিজ্ঞেস করলেন।

ছানু বলল, বড়ো মিত্তিরগোর গদিঘরের সিঁড়ি অবধি উঠছে। আর দুই পশলা বৃষ্টি হইলেই গদিঘরে জল ঢুইক্যা পড়ব।

বাঃ। চমৎকার। এত্ব বছর ইখানে আছি এমনটা তো কখনো দেখি নাই।

তারপর কুমুদিনী বললেন, ধুবড়ি শহরের খোঁজ কিছু রাখস?


রাখুম না ক্যান? পরশুও তো গেছিলাম। সারাশহর ভাইস্যা যাওনের উপক্রম হ...

Loading...