
অস্তিত্ব, অতিথি তুমি
সন্দীপন চট্টোপাধ্যায়
| সন্দীপন চট্টোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনপুস্তক ভান্ডার০১ সেপ্টেম্বর ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বীতে হুয়ে দিন
বহু, বাবুজি, চুনারের টাঙ্গাওয়ালা লাম্পু আমাকে বলেছিল, সব কুছ দেতা হ্যায়। জান ভি দে সকতা। লেকিন কান্ধা নেহি দেতা।
নভেম্বর, ১৯৭০। বিয়ের পর, কাশী থেকে একদিনের ট্যুরে আমরা গিয়েছিলাম চুনার ফোর্ট দেখতে। একটা গোটা পাহাড় জুড়ে লম্বায়-চওড়ায় সে এক এলাহি ব্যাপার। মৌলিক এবং অনন্য।
এক সম্পূর্ণ স্বতন্ত্র দুর্গ-ঘরানা।
...