অশনি সংকেত

অশনি সংকেত

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

অশনি সংকেত

Books Pointer Iconবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ৩১ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্বঃ ০১

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত অল্পবয়সী। ত্রিশের সামান্য কিছু নিচে হয়তো হবে। অপরটি প্রৌঢ়া।

প্রৌঢ়া বললে—ও বামুন-দিদি, ওঠো—কুমীর এয়েচে নদীতে—

অপরা বধূটির উঠবার ইচ্ছে নেই জল থেকে এত তাড়াতাড়ি, সে কোনো জবাব না দিয়ে গলাজলে দাঁড়িয়ে রইল।

বামুন-দিদিকে নিয়ে আর কক্ষনো যদ...

Loading...