
অর্জুন ও চারকন্যা

তিলোত্তমা মজুমদার
এক
যতদূর চোখ যায়, আকাশচুমুক পাহাড়। ভারী মনোরম। আর সেই পাহাড়ের গায়ে ঘন সবুজ বন। পাহাড়ের পায়ের কাছে দাঁড়িয়ে উপরে তাকালে বোঝার উপায় নেই যে, ওই ঘন বনের আড়ালে আছে লোকালয়। ওখানে নাগ এবং গরুড় উপজাতির বাস।
নাগ এবং গরুড়েরা একসঙ্গে থাকে না। বহু বছর ধরে তারা পরস্পরের শত্রু। অনেককাল আগে এই পাহাড় অঞ্চলে দক্ষ নামে এক রাজা ছিল। দক্ষরাজার দুই মেয়ে। তাদের নাম কদ্রু ও বিনতা। মহামুনি...