
অমর প্রেম

কাসেম বিন আবুবাকার
এক
জাফর সাহেব বাসায় ঢুকেই জুলায়খাকে একটা ছেলের সঙ্গে ব্যাটমিন্টন খেলতে দেখে খুব অবাক হলেন। ভাবলেন, ছেলেটা কে হতে পারে? তার আত্মীয়স্বজনরা তো এ বাসায় আসে না। আসবার মতো মুখও তাদের নেই। তা ছাড়া দারোয়ানকে কড়া নির্দেশ দেওয়া আছে, যে কেউ যত ঘনিষ্ট আত্মীয়ের পরিচয় দিক না কেন, তার হুকুম ছাড়া কাউকেই বাসায় ঢুকতে দেবে না।
ড্রাইভার কড়িডোরে গাড়ি পার্ক কর...