সে কোন বনের হরিণ

সে কোন বনের হরিণ

কাসেম বিন আবুবাকার

সে কোন বনের হরিণ

Books Pointer Iconকাসেম বিন আবুবাকার
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

আপু তোর ফোন।

রূপা রাত দশটায় খেয়ে এসে পড়ছিল। ছোট বোন সায়মার কথা শুনে ঘড়ির দিকে তাকাল, কাঁটায় কাঁটায় সাড়ে দশটা।

তাই দেখে সায়মা বলল, ছেলেটা রোজ রোজ তোকে ডিস্টার্ব করে, তুই কিছু বলিস নি কেন?

রূপা তার কথার জওয়াব না দিয়ে বলল, বলে দে আমি ঘুমিয়ে পড়েছি।

সায়মা অবাককণ্ঠে বলল, আমাকে মিথ্যে বলতে বলছ? তুমিই তো বলেছ কোনো কারণেই মিথ্যে বলা হারাম।

একটা পড...

Loading...