
এক গ্লাস দুধের ঋণ

সংগৃহীত বইসমূহ
| সংগৃহীত বইসমূহ | |
| নীতিশিক্ষা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৪ জানুয়ারি ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একটি অসাধারন শিক্ষানীয় গল্প:
একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো । ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে , সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন ...