
ব্লু ফ্লাওয়ার ১
অভীক দত্ত
পর্ব ১
১।
এটিএম ফাঁকা দেখে নিশ্চিন্ত হয়ে বাইক থেকে নেমে এটিএমের সামনে গিয়ে বীরেন দেখল ভেতরে একটা ছেলে আছে।
বীরেন ভাবল ঠিক আছে। চাপ নেই। কতক্ষণ আর লাগবে।
মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর তার টনক নড়ল। একটু উঁকি মেরে ভেতরের দিকে তাকিয়ে থেকে দেখল ছেলেটা বার বার বিভিন্ন এটিএম কার্ড ঢোকাচ্ছে আর এটিএম “রঙ পিন” এরর দেখাচ্ছে। ছেলেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব...