
জাদুকর সত্যচরণ ও দাবার ছক

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| থ্রিলার |
পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
রাতের ট্রেনে ঘুম আসে না চন্দনের৷ একটা বিলাতি পেপারব্যাক পড়ছিল সে৷ ভূতের গল্পর বই৷ থ্রি টায়ার কুপেটা পুরো ফাঁকা৷ আগামীকাল সকাল থেকে কোনো এক রাজনৈতিক দল চব্বিশ ঘণ্টার বন্ধ ডেকেছে৷ ট্রেন ভোরবেলা পৌঁছবে কলকাতাতে৷ ট্রেন থেকে নেমে হরতালের মুখে পড়তে হবে দেখে অনেকেই ট্রেনের টিকিট ক্যানসেল করেছে৷ চন্দনের অবশ্য সে সমস্যা নেই৷ শিয়ালদার কাছে অত্রুুর দত্ত লেনের একটা মেসে একলা ভাড়া থাকে সে...