
সুশীল মোটেই সুবোধ বালক নয়

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
সাহেব হুকুম দিলেন সুশীলকে চাবুক মারা হবে৷ সুশীলের বয়েস তখন পনেরো, তাই পনেরো ঘা কড়া চাবুক৷ জেলখানার চত্বরে যমদূতের মতন চেহারার প্রহরী লকলকে চাবুক নিয়ে মারতে লাগল শপাং শপাং করে৷ পাশে দাঁড়িয়ে একজন গুনছে এক, দুই, তিন…
পনেরো বছরের ছেলে সুশীল সোজা হয়ে দাঁড়িয়ে রইল৷ কোনো দয়া চাইল না, কাঁদল না৷ সে যে ব্যথা পাচ্ছে তাই বোঝা গেল না৷ তার ঠোঁটে অল্প হাসি, সে গুনগুন করে গান গাইছে, ‘আমার বেত ...