
সাতটি তারার ঝিকিমিকি

জাহানারা ইমাম
| জাহানারা ইমাম | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনকিতাব ভান্ডার১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
জেরিনার কদিন হল জ্বর হয়েছে। ইচ্ছামতো খাওয়া-দাওয়া বেড়ানো সব বন্ধ। কাজেই, মেজাজটিও তার হয়েছে ভয়ানক তিরিক্ষি। এর উপর নানাজিও আসেননি কাল থেকে! ফলে, জেরিনার কাছে ঘেঁষে কার সাধ্যি! যে যাচ্ছে, সেই ধমক খাচ্ছে। সারা বাড়িতে মাকেই একটু যা ভয় করে জেরিনা। সেই মা-ও আজ যখন বার্লির বাটি হাতে তার বিছানার কাছে গেলেন, তাঁকেও হাতের ধাক্কা দিতে ভয় পেল না জে...